প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় পহেলা বৈশাখের আমেজ গত বছরের মতো এবারও ম্লান হয়ে গেছে। আবার বৈশাখের প্রথম দিন থেকেই দেশজুড়ে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। ফলে ম্লান হয়ে গেছে বৈশাখের সব আয়োজন।
বৈশাখ উপলক্ষে বছরের এই সময়ে যেখানে বাজারে ইলিশ কেনার হিড়িক পড়ে যায়, এবার সেখানে দেখা যাচ্ছে উল্টো চিত্র। বাজারে বৈশাখ উপলক্ষে ইলিশ উঠেছে ঠিকই, কিন্তু তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই ক্রেতাদের। ফলে ইলিশ বিক্রি না হওয়ায় হতাশ ব্যবসায়ীরা।
বুধবার (১৪ এপ্রিল) রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, হালিতে ৮শ’ থেকে ১২শ’ টাকা কমেছে ইলিশের দাম। অন্যান্য মাছের দামও কমেছে কেজিতে একশ’ থেকে দেড়শ’ টাকা। তবে দাম বেড়েছে রমজানে বাড়তি চাহিদা থাকা শসা, বেগুন আর কাঁচা মরিচের।
সরকারি কঠোর বিধিনিষেধের প্রভাব পড়েছে বাজারে। মাছ বাজারে ফাঁকা অনেক দোকান। যারা দোকান সাজিয়েছেন তারা জানান, চাহিদা না থাকায় কমেছে ইলিশের দাম। দু-তিন দিন আগের তুলনায় কমেছে অন্য মাছের দামও।
শসা, বেগুন, কাঁচা মরিচ আর টমেটো বিক্রি হচ্ছে কেজিতে ৫-১০ টাকা বেশিতে। মাংসের বাজারেও ক্রেতাশূন্য পরিস্থিতি। মুরগির দাম কিছুটা কমলেও গরুর মাংস বিক্রি হচ্ছে বাড়তি দামে।
তবে কঠোর বিধিনিষেধেও পণ্য সরবরাহে কোনো সংকট নেই বলে জানিয়েছেন বিক্রেতারা। যথারীতি প্রতি রাতের মতোই দূর-দূরান্ত থেকে পণ্যবাহী ট্রাক ঢোকে রাজধানীর কারওয়ান বাজারে।
জাগো২৪.নেট ডেস্ক 
























