জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভার্চুয়াল ক্লাস চালু রাখা হয়েছে। যাতে শিক্ষার্থীরা তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারেন। তাই কোন ভাবে এই ভার্চুয়াল ক্লাস বন্ধ করা যাবে না ।
বুধকার (২ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া হাইস্কুল মাঠে এক মতবিনিময় সভায় দিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন প্রতিটি মানুষ শিক্ষা, আশ্রয়, চিকিৎসা পাবে। উন্নত জীবনে অধিকারী হবে। বঙ্গবন্ধু’র সেই স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রায়হান কবীর দোলন, ফুলছড়ি থানা অফিসার্স ইনর্চাজ (ওসি) কাওছার আহমেদ, সাবেক উপজেলা পরিষদ চেয়াম্যান হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আযহারুল ইসলাম বাবলু, কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, উপজেলা আওয়ালীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক রোকনোজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
তোফায়েল হোসেন জাকির 
























