স্মৃতি
শারমিন মৌ
হারানো স্মৃতি গুলো শ্বাসরুদ্ধকর
সুখের ঘুম নষ্ট করে,
অশ্রুসিক্ত চোখে কত প্রতিক্ষা
অবশিষ্ট ভালোবাসার খোঁজে।
নীল কষ্টের বিরাজ ভিতরে বাহিরে
এতটা একা না করলেও পারতে,
দেখার অসুখটা পেয়ে বসেছে আমায়
দম বন্ধ হয়ে শুধু আসে।
বহুদিন ধরেই অবিশ্বাসের ঘোর
দিন রাত একাকার করে দিচ্ছে,
অবহেলিত প্রতিটি নিঃশ্বাসের মৃত্যু
খুব একা করে বাঁচতে শেখাচ্ছে।
নিস্তব্ধ আমি আর আমার গল্প
ভুলতে চাইলে হাজার দ্বিধা আসে,
স্মৃতি গুলো খুব করে নিষিদ্ধ হোক
আমি আবার প্রেমে পরবো।
শারমিন মৌ, জাগো২৪.নেট 
























