আশ্রয়ন প্রকল্পের আওতায় অসহায় ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে গাইবান্ধায় দ্বিতীয় পর্যায়ে এক হাজার ৪৩০ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর দেয়া ঘর।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ জুন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার (১৭ জুন) গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় ও প্রেসবিফ্রিং অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল মতিন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আবু সাঈদ, এনডিসি সাদিকুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসন আয়োজনে প্রেসবিফ্রিংয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা প্রশাসক আবদুল মতিন। এতে তিনি উল্লেখ করেন, আশ্রয়ন প্রকল্পের আওতায় অসহায় ভুমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে প্রথম পর্যায়ে সারাদেশে ৬৬ হাজার ১৮৯টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়। দ্বিতীয় পর্যায়ে আশ্রয়ন প্রকল্পের আওতায় ৫৩ হাজার ৩৫৪টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে। আগামী ২০ জুন ভুমিহীন এবং গ্রহহীনদের মধ্যে আনুষ্ঠানিকভাবে গৃহ ও জমির দলিল হস্তান্তর করবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে গাইবান্ধা জেলায় এক হাজার ৪৩০টি পরিবারের মধ্যে সদরে ২০০টি, সুন্দরগঞ্জে ২০০টি, গোবিন্দগঞ্জে ৩৫০টি, সাদুল্লাপুরে ২০০টি, ফুলছড়িতে ৩৬০টি, সাঘাটায় ৮০টি ও পলাশবাড়ী উপজেলায় ৪০টি। এসবের মধ্যে এক হাজার ৪ টি গৃহ সারাদেশের ন্যায় আগামী ২০ জুন সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মিত গৃহ ও জমি প্রদান কার্যক্রমের ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যেক উপজেলা প্রান্তে উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে সকল উপকারভোগী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
গাইবান্ধা সদর উপজেলা প্রানেত্ম জেলা শিল্পকলা একাডেমিতে সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক মো. আবদুল মতিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলম, উপকারভোগীরা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও সরকারি কর্মকর্তারা বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে সংযুক্ত হবেন। উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে নির্মিত ঘরের চাবি, কবুলিয়ত দলিল, নামজারী খতিয়ান, ডিসিআরের কপি এবং ঘর প্রদানের সনদ সমন্বয়ে সজ্জিত ফোল্ডার সুবিধাভোগীদের নিকট হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
























