জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা ও ভাঙ্গার প্রতিবাদে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে ফুলছড়ি উপজেলা হেডকোয়ার্টারের সামনে থেকে মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এ মিছিল শেষে উপজেলা চত্বরের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বাবু, উদাখালি ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক মাহদী মাসুদ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজা মিয়া, কঞ্চিপারা ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সঞ্জু সরকার, উরিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক আরিফুর রহমান আন্টু, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান লিটন, বীরমুক্তিযোদ্ধা আবু তালেব মওলা, উদাখালি ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গাইবান্ধা জেলা ছাত্রলীগের সহ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সমাজসেবক মোসলেম উদ্দিন মাসুম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য নিয়ে অপপ্রচার চালাচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি করেন বক্তারা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ফুলছড়ি (গাইবান্ধা) 



















