দিনাজপুরের হিলি সীমান্তে মাদক বিরোধী অভিযানে ২৯৯ পিস এ্যাম্পল ও ১৭৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদক কারবারি ইব্রাহীম আলীকে (২০) আটক করা হয়।
রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে হিলির জিলাপিপট্টি গ্রামের ইব্রাহীম আলীর বাড়ি থেকে এসব মাদক উদ্ধার করাসহ তাকে আটক করে। ইব্রাহীম আলী ওই গ্রামের শের আলীর ছেলে ।
হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ ওসি) ফেরদৌস ওয়াহিদ জাগো২৪.নেট-কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শের আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পেঁয়াজের বস্তায় রাখা ২৯৯ পিস এ্যাম্পল ও ১৭৬ বোতল ফেনডিলসহ ইব্রাহীম আলীকে হাতনাতে আটক করা হয়েছে।
স্পেশাল করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, দিনাজপুর 



















