মহামারী করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়ার কথা রয়েছে।
সেই লক্ষ্যকে সামনে রেখে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী ক্যাম্পাসেও চলছে উৎসবমুখর আয়োজন। সরকারি বিধি অনুযায়ী স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করনের প্রতি চলছে নানা আয়োজন।
বুধবার (৮ আগস্ট) শিক্ষা প্রতিষ্ঠান খোলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করেছে তা’মীরুল মিল্লাত কর্তৃপক্ষ। নতুন ভবনের শিক্ষক মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
এ সভায় সরকারি সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর সরকার নির্ধারিত ১৯ নিয়ম-নীতি কিভাবে সফল ভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে শিক্ষকদেরকে দিকনির্দেশনা প্রদান করা হয়।
শিক্ষক সমাবেশে এসময় উপস্থিত তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ যাইনুল আবেদীন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, মাহতাব হোসাইন, আবুল কালাম আজাদসহ প্রতিষ্ঠানের অন্যান্য সকল শিক্ষকবৃন্দ।
আব্দুল্লাহ আল নাঈম, ক্যাম্পাস করেসপন্ডেন্ট,জাগো২৪.নেট 
























