শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভালোবাসার ক্যাম্পাসে ফেরার অপেক্ষায় মিল্লাতের শিক্ষার্থীরা

করোনার সংক্রমণ ধীরে ধীরে কমে যাওয়ায় জনমনে ফিরতে শুরু করেছে স্বস্তি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খুলতে শুরু করেছে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান। ফিরে আসতে শুরু করেছে ক্যাম্পাসের শিক্ষার্থীরা।

সেই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী ক্যাম্পাসেও একে একে আসতে শুরু করেছে তার প্রানশক্তিরা। নতুন করে আবার প্রানচঞ্চল হয়ে উঠবে মিল্লাত ক্যাম্পাস।

এদিকে ক্যাম্পাস খুলে দেয়ার ঘোষণায় শিক্ষার্থীদের মনে ফিরে এসেছে স্বস্তি।

শিক্ষার্থী রেজওয়ান, আব্দুল্লাহ, মুত্তাকী, সিফাত, মুন্তাসিরসহ তাদের অন্যান্য বন্ধুরা জাগো২৪.নেট-কে জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা আসায় আমরা খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। দীর্ঘদিন আমরা ক্লাস করা থেকে বিরত ছিলাম। বাড়িতে পড়াশুনা তেমন হয়নি। বিষয়ভিত্তিক ক্লাস না করলে মেধা বিকাশ হয় না। তাই যতো তাড়াতাড়ি সম্ভব আমাদের ক্লাসে ফিরতে হবে।

এ বিষয়ে প্রফেসর ওসামা আহমাদ (আরবি) জানান, শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রান। শিক্ষার্থীরা ক্যাম্পাসে না আসলে পরিপূর্ণতা আসে না। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা আসায় আমরা খুশি। আবার ক্যাম্পাস প্রাঙ্গণ মুখর হোক শিক্ষার্থীদের গুঞ্জনে এটা আমাদের প্রত্যাশা।

জনপ্রিয়

ভালোবাসার ক্যাম্পাসে ফেরার অপেক্ষায় মিল্লাতের শিক্ষার্থীরা

প্রকাশের সময়: ০৮:১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১

করোনার সংক্রমণ ধীরে ধীরে কমে যাওয়ায় জনমনে ফিরতে শুরু করেছে স্বস্তি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খুলতে শুরু করেছে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান। ফিরে আসতে শুরু করেছে ক্যাম্পাসের শিক্ষার্থীরা।

সেই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী ক্যাম্পাসেও একে একে আসতে শুরু করেছে তার প্রানশক্তিরা। নতুন করে আবার প্রানচঞ্চল হয়ে উঠবে মিল্লাত ক্যাম্পাস।

এদিকে ক্যাম্পাস খুলে দেয়ার ঘোষণায় শিক্ষার্থীদের মনে ফিরে এসেছে স্বস্তি।

শিক্ষার্থী রেজওয়ান, আব্দুল্লাহ, মুত্তাকী, সিফাত, মুন্তাসিরসহ তাদের অন্যান্য বন্ধুরা জাগো২৪.নেট-কে জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা আসায় আমরা খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। দীর্ঘদিন আমরা ক্লাস করা থেকে বিরত ছিলাম। বাড়িতে পড়াশুনা তেমন হয়নি। বিষয়ভিত্তিক ক্লাস না করলে মেধা বিকাশ হয় না। তাই যতো তাড়াতাড়ি সম্ভব আমাদের ক্লাসে ফিরতে হবে।

এ বিষয়ে প্রফেসর ওসামা আহমাদ (আরবি) জানান, শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রান। শিক্ষার্থীরা ক্যাম্পাসে না আসলে পরিপূর্ণতা আসে না। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা আসায় আমরা খুশি। আবার ক্যাম্পাস প্রাঙ্গণ মুখর হোক শিক্ষার্থীদের গুঞ্জনে এটা আমাদের প্রত্যাশা।