গাইবান্ধার প্রত্যেকটি উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. আবদুল মতিন সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
হুইপ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ যখন স্বাধীনতার দ্বারপ্রান্তে তখন পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর-দালালরা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। কিন্তু আজকের শহীদদের স্মরন করতে হবে। তারা যে আর্দশ রেখে গেছেন এদেশের মানুষের জীবনমান উন্নয়ন এর জন্য সেই মুক্তিযুদ্ধের আর্দশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন হবে। তিনি বলেন- বঙ্গবন্ধুর ভাস্কর নিয়ে যারা রাজনীতি করছেন তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি নয়। ৭১ এর মৌলবাদরা যারা স্বাধীনতা বিরোধী তারাই ভাস্কর নিয়ে রাজনীতি করছে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফি ঝন্টু, বীরমুক্তিযোদ্ধা ওয়াশিকুর রহমান ইকবাল মাজু, বীরমুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, বীরমুক্তিযোদ্ধা আলী আকবর প্রমূখ।
এদিকে, জেলা আওয়লীগের উদ্দ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগাঠনিক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান সহ অন্যান্য কর্মসূচি পালন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক সংগঠন , সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।
অপরদিকে, জেলার সাদুল্লাপুর উপজেলাসহ প্রত্যেকটি উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবসটি পালন করা হয়।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 



















