শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গৌরবের ২৭ বছর পদার্পন দৈনিক কুড়িগ্রাম খবর

 আজ ১৪ সেপ্টেম্বর  সকাল ১০ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে  কুড়িগ্রাম জেলার একমাত্র প্রকাশ বহুল পত্রিকা দৈনিক কুড়িগ্রাম খবর সততা এক  মাইলফলক। নিপীড়িত মানুষের প্রানের প্রতিধ্বির প্রতিচ্ছবি  ফুটে তুলতে  আপোষহীন কাজ করে যাচ্ছে পত্রিকাটি তাই তো জেলার আইকন হয়ে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
গৌরব গাথা ২৭ বছরে তার স্বমহিমায় নির্ভীক পথ চলা অঙ্গীকারবদ্ধ ।  নীতি ও নৈতিকতায় অটল বিশ্বাস লাখ পাঠক শুভাকাঙ্ক্ষী এক মিলন মেলার রূপ নেয় ক্লাব প্রাঙ্গন। এতে আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়।
এই শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা ও শুভেচ্ছা বিনিময় করেন সভাপতিত্ব করেন সানালাল বকসী সম্পাদক ও প্রকাশক দৈনিক কুড়িগ্রাম খবর,   রোকোনুদৌলা, সাবেক জেলাপরিষদে চেয়ারম্যান , বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন রশীদ  লাল, নির্বাহী পরিচালক সোলিডারিটি, উপাধ্যক্ষ  নাসির উদ্দীন কুড়িগ্রাম সরকারি কলেজ, মেয়র মোঃ কাজিউল ইসলাম,  সহকারী সিভিল সর্ভিস ডা. এস এম আমিনুল ইসলাম, মোঃ বিপ্লব হোসেন সাধারণ সম্পাদক কুড়িগ্রাম প্রসক্লাব, উত্তম কুমার অতিথি জেলা প্রশাসক (রাজস্ব) কুড়িগ্রাম জেলাপ্রশাসকের কার্যালয়।  মোঃ সুধীর কুমার রায়  প্রাক্তন প্রধান শিক্ষক কাঁঠাল বাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ও আমন্ত্রিত অতিথি বৃন্দ।

গৌরবের ২৭ বছর পদার্পন দৈনিক কুড়িগ্রাম খবর

প্রকাশের সময়: ০৫:৫০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
 আজ ১৪ সেপ্টেম্বর  সকাল ১০ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে  কুড়িগ্রাম জেলার একমাত্র প্রকাশ বহুল পত্রিকা দৈনিক কুড়িগ্রাম খবর সততা এক  মাইলফলক। নিপীড়িত মানুষের প্রানের প্রতিধ্বির প্রতিচ্ছবি  ফুটে তুলতে  আপোষহীন কাজ করে যাচ্ছে পত্রিকাটি তাই তো জেলার আইকন হয়ে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
গৌরব গাথা ২৭ বছরে তার স্বমহিমায় নির্ভীক পথ চলা অঙ্গীকারবদ্ধ ।  নীতি ও নৈতিকতায় অটল বিশ্বাস লাখ পাঠক শুভাকাঙ্ক্ষী এক মিলন মেলার রূপ নেয় ক্লাব প্রাঙ্গন। এতে আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়।
এই শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা ও শুভেচ্ছা বিনিময় করেন সভাপতিত্ব করেন সানালাল বকসী সম্পাদক ও প্রকাশক দৈনিক কুড়িগ্রাম খবর,   রোকোনুদৌলা, সাবেক জেলাপরিষদে চেয়ারম্যান , বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন রশীদ  লাল, নির্বাহী পরিচালক সোলিডারিটি, উপাধ্যক্ষ  নাসির উদ্দীন কুড়িগ্রাম সরকারি কলেজ, মেয়র মোঃ কাজিউল ইসলাম,  সহকারী সিভিল সর্ভিস ডা. এস এম আমিনুল ইসলাম, মোঃ বিপ্লব হোসেন সাধারণ সম্পাদক কুড়িগ্রাম প্রসক্লাব, উত্তম কুমার অতিথি জেলা প্রশাসক (রাজস্ব) কুড়িগ্রাম জেলাপ্রশাসকের কার্যালয়।  মোঃ সুধীর কুমার রায়  প্রাক্তন প্রধান শিক্ষক কাঁঠাল বাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ও আমন্ত্রিত অতিথি বৃন্দ।