যশোরের শার্শায় পৃথক অভিযানে ১৬০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ ডিসেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলো, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের আনসার আলী খাঁর স্ত্রী নাসিমা বেগম (৫৫) ও দক্ষিণ বারপোতা গ্রামের আমজাদ হোসেনের ছেলে ফারুক হোসেন (৩৫)।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, গোঁড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই এজাজুর রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা থানার রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিলসহ নাসিমাকে আটক করে। সে ভবেরবেড় গ্রামের বিল্লালের বাড়ির ভাড়াটিয়া বলে জানা যায়।
অপরদিকে, গোপন খবরে শার্শার বাগআঁচড়া এলাকা থেকে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল সহ ফারুককে আটক করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জাগো২৪.নেট-কে জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালত পাঠানো হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, যশোর 



















