গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘জোহরা সেবা সংঘ’ এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে চিকনী গ্রামস্থ সংগঠন চত্বরে এ ক্যামম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় ‘জোহরা সেবা সংঘ’ এর প্রতিষ্ঠাতা সভাপতি উজ্জ্বল আকন্দ, শ্রীকলা সততা সংগঠনের সভাপতি এসএম মামুন, ‘জোহরা সেবা সংঘ’ এর কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ, সুমী বেগম, রুবেল আকন্দ, জাকিরুল আকন্দ ও লিমা খাতুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো অনলাইন নিউজ পোর্টাল ‘জাগো২৪.নেট’।
উল্লেখ্য, ‘জোহরা সেবা সংঘ’ নামের স্বেচ্ছাসেবী এ সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে নানা ধরণের সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 



















