প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপহেলায় শতাধিক প্রতিবন্ধী ও হিজরা সম্প্রদায়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেমব্র) গোবিন্দগঞ্জ পৌরসভার কলেজ রোড শহরের ঠাকুরবাড়ী ঐক্যপাড়া আহলে হাদীস জামে মসজিদ প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামকৃষ্ণ বর্মন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামসহ উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি- সম্পাদক ও হিজরা সম্প্রদায়ের মানুষজন উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) 



















