শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হা‌কিমপুর প্রেসক্লা‌বে দ্বি-বার্ষিক নির্বাচন শুক্রবার

আগামী ১৯ ন‌ভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হতে হচ্ছে দিনাজপুরের হা‌কিমপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন। এদিনে ভোটগ্রহণ চলবে বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

নির্বাচন উপলক্ষে হাকিমপুর প্রেসক্লাবের সদস্যদের মধ্যে বই‌ছে নির্বাচনী হাওয়া, ব্যস্ততা বে‌ড়ে‌ছে প্রার্থীদের। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিজয়ী হওয়ার জন্য ভোট ও দোয়া চাওয়ার মধ্য দিয়ে দিন পার করছেন।

হা‌কিমপুর প্রেস ক্লা‌বের কার্য‌নির্বাহী প‌রিষ‌দে মোট পদের সংখ‌্যা ১৩ টি। ক্লা‌বের ৪‌টি গুরুত্বপূর্ণ প‌দে লড়াই কর‌ছেন ৯ জন প্রার্থী। বাঁকী ৯ টি প‌দে প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দ‌িতায় নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

৪‌টি প‌দে প্রতিদ্বন্দ‌ীরা হ‌লেন, বৈশাখী টিভির, কালের কণ্ঠ পত্রিকার হিলি প্রতিনিধি গোলাম মোস্তা‌ফিজার রহমান মিলন ও এনটিভি, ইত্তেফাক পত্রিকার হিলি প্রতিনিধি জা‌হিদুল ইসলাম জা‌হিদ সভাপ‌তি প‌দে। সহ সভাপ‌তি প‌দে সিরাজুল ইসলাম ও এ‌টিএম র‌বিউল ইসলাম সুইট। সাধারণ সম্পাদক প‌দে জিটিভি’র হিলি প্রতিনিধি আ‌নোয়ার হো‌সেন বুলু ও বাংলাভিশন টিভি’ হিলি প্রতিনিধি মুরাদ ইমাম ক‌বির। যুগ্ম সাধা‌রণ সম্পাদক পদে ৩জন, রাইজিংবিডি’র দিনাজপুর জেলা ও দৈনিক খবর পত্রিকার হিলি প্রতিনিধি মোস‌লেম উদ্দ‌িন, ডিবিসি নিউজ চ্যানেলের হিলি প্রতিনিধি মাসুদুল হক রু‌বেল ও তাছির উদ্দিন।

৯ ‌টি প‌দে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বা‌চিতরা হ‌য়েছেন, সময় টিভির হিলি প্রতিনিধি শ‌ফিকুল ইসলাম শ‌ফিক সাংগঠ‌নিক সম্পাদক, দপ্তর সম্পাদক মোফাজ্জল হো‌সেন, কোষাধ‌্যক্ষ আরটিভি’র হিলি প্রতিনিধি আব্দুল আ‌জিজ, প্রচ‌ার ও প্রকাশনা সম্পাদক মানবকণ্ঠ পত্রিকার মুসা মিয়া, সা‌হিত‌্য, সংস্কৃ‌তি ও পাঠাগার সম্পাদক প‌দে এইচ এম আওলাদ মন্ডল, ধর্ম, সমাজকল‌্যান ও ক্রীড়া সম্পাদক প‌দে আলম হো‌সেন অ‌লি ও কার্য‌নির্বাহী প‌দে ৩জন হ‌লেন, অজয় কুমার মানী, কুদ্দুস আলী খান ও মোক‌ছেদুল মো‌মিন মোয়াজ্জ‌েম।

প্রেসক্লাবে নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে ব‌লে জানান প্রধান নির্বাচন ক‌মিশনার আ‌নোয়ারুল হক টুকু। আগামী ১৯ ন‌ভেম্বর শুক্রবার ব‌িকাল ৩ থে‌কে সন্ধ‌্যা ৬ টা পর্যন্ত ভোট গ্রহন চল‌বে, মোট সংখ্যা ৩৯ জন।

হা‌কিমপুর প্রেসক্লা‌বে দ্বি-বার্ষিক নির্বাচন শুক্রবার

প্রকাশের সময়: ০৩:২৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১

আগামী ১৯ ন‌ভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হতে হচ্ছে দিনাজপুরের হা‌কিমপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন। এদিনে ভোটগ্রহণ চলবে বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

নির্বাচন উপলক্ষে হাকিমপুর প্রেসক্লাবের সদস্যদের মধ্যে বই‌ছে নির্বাচনী হাওয়া, ব্যস্ততা বে‌ড়ে‌ছে প্রার্থীদের। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিজয়ী হওয়ার জন্য ভোট ও দোয়া চাওয়ার মধ্য দিয়ে দিন পার করছেন।

হা‌কিমপুর প্রেস ক্লা‌বের কার্য‌নির্বাহী প‌রিষ‌দে মোট পদের সংখ‌্যা ১৩ টি। ক্লা‌বের ৪‌টি গুরুত্বপূর্ণ প‌দে লড়াই কর‌ছেন ৯ জন প্রার্থী। বাঁকী ৯ টি প‌দে প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দ‌িতায় নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

৪‌টি প‌দে প্রতিদ্বন্দ‌ীরা হ‌লেন, বৈশাখী টিভির, কালের কণ্ঠ পত্রিকার হিলি প্রতিনিধি গোলাম মোস্তা‌ফিজার রহমান মিলন ও এনটিভি, ইত্তেফাক পত্রিকার হিলি প্রতিনিধি জা‌হিদুল ইসলাম জা‌হিদ সভাপ‌তি প‌দে। সহ সভাপ‌তি প‌দে সিরাজুল ইসলাম ও এ‌টিএম র‌বিউল ইসলাম সুইট। সাধারণ সম্পাদক প‌দে জিটিভি’র হিলি প্রতিনিধি আ‌নোয়ার হো‌সেন বুলু ও বাংলাভিশন টিভি’ হিলি প্রতিনিধি মুরাদ ইমাম ক‌বির। যুগ্ম সাধা‌রণ সম্পাদক পদে ৩জন, রাইজিংবিডি’র দিনাজপুর জেলা ও দৈনিক খবর পত্রিকার হিলি প্রতিনিধি মোস‌লেম উদ্দ‌িন, ডিবিসি নিউজ চ্যানেলের হিলি প্রতিনিধি মাসুদুল হক রু‌বেল ও তাছির উদ্দিন।

৯ ‌টি প‌দে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বা‌চিতরা হ‌য়েছেন, সময় টিভির হিলি প্রতিনিধি শ‌ফিকুল ইসলাম শ‌ফিক সাংগঠ‌নিক সম্পাদক, দপ্তর সম্পাদক মোফাজ্জল হো‌সেন, কোষাধ‌্যক্ষ আরটিভি’র হিলি প্রতিনিধি আব্দুল আ‌জিজ, প্রচ‌ার ও প্রকাশনা সম্পাদক মানবকণ্ঠ পত্রিকার মুসা মিয়া, সা‌হিত‌্য, সংস্কৃ‌তি ও পাঠাগার সম্পাদক প‌দে এইচ এম আওলাদ মন্ডল, ধর্ম, সমাজকল‌্যান ও ক্রীড়া সম্পাদক প‌দে আলম হো‌সেন অ‌লি ও কার্য‌নির্বাহী প‌দে ৩জন হ‌লেন, অজয় কুমার মানী, কুদ্দুস আলী খান ও মোক‌ছেদুল মো‌মিন মোয়াজ্জ‌েম।

প্রেসক্লাবে নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে ব‌লে জানান প্রধান নির্বাচন ক‌মিশনার আ‌নোয়ারুল হক টুকু। আগামী ১৯ ন‌ভেম্বর শুক্রবার ব‌িকাল ৩ থে‌কে সন্ধ‌্যা ৬ টা পর্যন্ত ভোট গ্রহন চল‌বে, মোট সংখ্যা ৩৯ জন।