“জ্ঞানের আলো খুজি স্বপ্নের দ্বার, আগামী দিন শুধু সম্ভবনার”। প্রতিপাদ্য ধারণকরে পীরগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী গ্রীণ হার্ট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রাথমিক শিক্ষা শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠান গতকাল শনিবার বেলা ১২টার সময় অনুষ্ঠিত হয়। এ বিদায় অনুষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।
গোবধানপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সাগরের সঞ্চালনায় প্রতিষ্ঠানের পরিচাল আজমগীর খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার কুমেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাশিস পীরগঞ্জ শাখার সাধারন সম্পাদক আবু আজাদ বাবলু। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের প্রভাষক মোছাদ্দেক হোসেন লাবু, শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. স. ম রফিকুল ইসলাম, কবি ও সাংবাদিক সুলতান আহমেদ সোনা, সাংবাদিক সেবু মোস্তাফিজ, কবি মশিউর রহমান, পৌর কমিশনার কবিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনে সুন্দর ও সম্ভবনাময় জীবন গড়তে অবিভাবক তথা মায়েদেরে ভূমিকা অপরিসিম কেননা একজন মাই পারে একটি শিশুর সুন্দর স্বাবলীল জীবন গড়তে। শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়।
সরকার বেলায়েত, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পীরগঞ্জ (রংপুর) 
























