নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত পরিচয় এক কিশোরের (১৭) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরণে লাল চেক ফুল হাতা শার্ট ও জিন্সপ্যান্ট ছিল।
এ ছাড়াও উদ্ধারকৃত লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে সোমবার দিবাগত মধ্যরাতের পর যে কোনো সময় দুর্বত্তরা এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটিয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে ফতুল্লার মধ্য নরসিংপুর বাদল গার্মেন্টস এর সাথে ডিগ্রির ঘাট সংলগ্ন এলাকায় একজন মহিলা লাশটি পড়ে থাকতে দেখেন। পরে কাশিপুর হাটখোলা এলাকার রিপন নামে এক ব্যক্তি ৯৯৯’এ ফোন দিয়ে লাশের বিষয়টি পুলিশকে অবগত করেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, সম্ভবত এটা পূর্ব শত্রæতার জেরে অথবা ছিনতাইয়ের ঘটনার কারণেও ঘটে থাকতে পারে। লাশের পরিচয় সনাক্ত করণের জন্য পুলিশের কয়েকটি টিম তদন্ত করছে। পরিচয় জানতে পারলে হত্যার সঠিক কারণ ও হত্যাকারীদের শনাক্ত করা সহজ হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নারায়ণগঞ্জ 



















