শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সেরা সাংবাদিকতায় সম্মাননা ক্রেস্ট পেলেন আরিফ

রংপুর থেকে প্রকাশিত দৈনিক আখিরা পত্রিকার ২৫তম রজতজয়ন্তী-২০২১ উপলে গাইবান্ধার নির্ভিক সাংবাদিক মো. আরিফ উদ্দিন সেরা সাংবাদিকতায় সম্মাননা ক্রেস্ট পেলেন।

তিনি গতকাল সোমবার সন্ধ্যায় রংপুরস্থ দৈনিক আখিরা পত্রিকার কার্যালয়ে পত্রিকার ২৫তম রজতজয়ন্তী-২০২১ উপলে দৈনিক আখিরা এবং এবি নিউজ টুয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা জেলা প্রতিনিধি মো. আরিফ উদ্দিনকে সেরা সাংবাদিকতায় সম্মাননা ক্রেস্ট তুলেন দৈনিক আখিরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাছুদ-উর রহমান মিলু এবং নির্বাহী সম্পাদক নুরুন্নাহার মাছুদ সীমা।

এসময় দৈনিক আখিরা পত্রিকার বার্তা সম্পাদক মো. নজমুল ওহাব টিপু, পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি মো. বকুল উদ্দিন ঈমাম ও প্রেস কাব পলাশবাড়ী’র সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুক্তাদীর ইমাম মিথুন উপস্থিত ছিলেন।

সেরা সাংবাদিকতায় সম্মাননা ক্রেস্ট পেলেন আরিফ

প্রকাশের সময়: ০৬:৪০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১

রংপুর থেকে প্রকাশিত দৈনিক আখিরা পত্রিকার ২৫তম রজতজয়ন্তী-২০২১ উপলে গাইবান্ধার নির্ভিক সাংবাদিক মো. আরিফ উদ্দিন সেরা সাংবাদিকতায় সম্মাননা ক্রেস্ট পেলেন।

তিনি গতকাল সোমবার সন্ধ্যায় রংপুরস্থ দৈনিক আখিরা পত্রিকার কার্যালয়ে পত্রিকার ২৫তম রজতজয়ন্তী-২০২১ উপলে দৈনিক আখিরা এবং এবি নিউজ টুয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা জেলা প্রতিনিধি মো. আরিফ উদ্দিনকে সেরা সাংবাদিকতায় সম্মাননা ক্রেস্ট তুলেন দৈনিক আখিরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাছুদ-উর রহমান মিলু এবং নির্বাহী সম্পাদক নুরুন্নাহার মাছুদ সীমা।

এসময় দৈনিক আখিরা পত্রিকার বার্তা সম্পাদক মো. নজমুল ওহাব টিপু, পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি মো. বকুল উদ্দিন ঈমাম ও প্রেস কাব পলাশবাড়ী’র সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুক্তাদীর ইমাম মিথুন উপস্থিত ছিলেন।