গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিন শনিবার সকালে সাদুল্লাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলেদিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহিশ শাফি, থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ননী গোপাল বর্মণ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান ফারুক, প্রধান শিক্ষক মাহবুবা বেগম, সাদুল্যাপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফজলুল কাফি মাসুম ও কামরুল ইসলাম প্রমুখ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 
























