গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের স্নাতক (সম্মান) ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়েছে। ৬টি অনুষদে একযোগে এই সাক্ষাৎকার গ্রহণ ও ব্যবহারিক পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেছেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর ।
সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, আমরা খুব স্বল্পতম সময়ের মধ্যে ফল প্রকাশ করে সাক্ষাৎকার কার্যক্রম শুরু করতে পেরেছি। এজন্য সংশ্লিষ্ট সকলকে আমার শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আমাদের সাক্ষাৎকার গ্রহণ পর্ব আগামিকালও চলবে। দ্রæততম সময়ের মধ্যে নবীন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করে শিক্ষা কার্যক্রম শুরু করে দিতে চাই।
উপাচার্য প্রথমে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে গিয়ে সাক্ষাৎকার কার্যক্রম উদ্বোধন করেন। এরপরে তিনি কলা অনুষদের অন্তর্গত থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের ব্যবহারিক পরীক্ষা ও সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে যান। সেখান থেকে উপাচার্য ব্যবসায় প্রশাসন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) ও পিএস টু ভিসি এস. এম. হাফিজুর রহমানসহ অন্যান্যরা।
উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মোট আবেদন করেছে ২৮ হাজার ৯শ ৭ জন শিক্ষার্থী। এরমধ্যে কলা অনুষদে (ভাষা ও সাহিত্য) ১৮০ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫ হাজার ৬শ ২৫, কলা অনুষদে (পারফর্মিং আর্ট) ৮০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩০৯, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে ১৬০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ হাজার ৪শ ৪৩, ব্যবসায় প্রশাসন অনুষদে ২৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৮ হাজার ৮শ ৮, সামাজিক বিজ্ঞান অনুষদে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯ হাজার ৪শ ৬৭, আইন অনুষদে ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ হাজার ৯শ ৫৮ ও চারুকলা অনুষদে ৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২শ৯৭ টি।
কুয়াশা উৎসব শুরু
সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে’ ¯েøাগানকে সামনে রেখে বিশ^বিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী কুয়াশা উৎসব। বুধাবর (৫ জানুয়ারি) বিকেলে উৎসবের উদ্বোধন করেন মানননী উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। উৎসবকে কেন্দ্র করে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠকে নানাভাবে সাজিয়ে তোলা হয়েছে। আগামীকাল শেষ হবে এই উৎসব।
স্টাফ করেসপন্ডেন্টে, বার্তা২৪.নেট 
























