গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রায় এক কোটি টাকা ব্যয়ে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য – গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।
ভিত্তিপ্রস্তর পুর্ব আলোচনা সভায় বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি ফিরোজ কবির এর সভাপতিত্বে, শহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনা করেন,খোর্দ্দ কোমরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মনজুরুল ইসলাম রেজোয়ান,সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল্যাহেল কবির ফারুক, খোর্দ্দকোমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) সাজজাদ হোসেন তালুকদার।প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান, মামুনুর রশীদ মামুন প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার মান সম্মত শিক্ষা প্রদানের লক্ষে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মানের পরিকল্পনা হাতে নিয়েছেন। একটি জাতীকে সামনে এগিয়ে নিতে মান সম্মত শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নাই। দেশকে এগিয়ে নিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মান সম্মত শিক্ষা প্রদানে আহবান জানানো হয়। পরবর্তিতে স্থানীয় সংসদ সদস্য এর কাছে বিদ্যালয়ের নানাবিধ সমস্যা সমাধানের বিষয় গুলো তুলে ধরা হয়।

শহিদুল হক, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 
























