“নয় পেরিয়ে দশ এ পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই স্লোগানকে সামনে রেখে এশিয়ান টেলিভিশনের রংপুরের পীরগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসানের আয়োজনে রোববার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোকসেদ আলী সরকার, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহীল বাকী বাবলু, সরওয়ার জাহান,গোলাম কবীর বিলু, জাগো বাহে ২৪.ডটকম অনলাইন নিউজ পোর্টালের চেয়ারম্যান আকতারুজ্জামান রানা, সাংবাদিক বখতিয়ার রহমান, সাংবাদিক আনজারুল হক, রেজাউল করিম, মুশফিকুর রহমান পল্টন, মিনহাজুল ইসলাম মিলন, দৈনিক আজকালরে খবর ও ডেইলি অবজারভার উপজেলা প্রতিধনিধি সরকার বেলায়েত সহ আরো অনেকে।
আরো এ সময় উপস্থিত ছিলেন, সামাজিক রাজনৈতিক সাংষ্কৃতিক এবং বিভিন্ন পেশাজিবী মানুষেরা। বক্তব্য এশিয়ান টিভি মুক্তিযুদ্ধের কথা বলে , মাটি ও মানুষের কথা বলে। এশিয়ান টিভি পীরগঞ্জে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে সেই সাথে পেয়েছে অনেক গ্রহনযোগ্যতা। বিশেষ করে রাতের ওয়ালটন এশিয়ান মিউজিক এবং টার্কিস শো আয়েশা মরিয়ম সিরিয়ালের যথেষ্ট প্রশংসা করেছেন পীরগঞ্জের মানুষ।
সরকার বেলায়েত, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পীরগঞ্জ (রংপুর) 























