রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর দারুল হুদা ফাজিলশ মাদ্রাসার অধ্যাক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
বিশ্বব্যাপী কোভিট (১৯) এর কারনে সরকারি নির্দেশনানুযায়ি শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ ছিল । অভিভাবক মহল তাদের ছেলে-মেয়েদের নিয়ে নির্ঘুম রাত যাপন করছেন । মহামারী করোনা ভাইরাস মহান রাব্বুল আলামিনের কৃপায় এবং সরকারের নানামুখী তড়িৎ পদক্ষেপের কারণে কিছুটা নিয়ন্ত্রণে চলে আসলে সরকারি ঘোষণায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে ।
খোঁজ নিয়ে জানা গেছে সরকারের এই ঘোষনায় স্ব স্ব ধর্মাবলম্বী অভিভাবক মহল মহান সৃষ্টিকর্তার নিকট এবং সরকারের নিকট বিশেষ প্রার্থনা করেছেন ।এরই মধ্যে কি এমন ঘটনা ঘটল খালাশপীর মাদ্রাসায় শিক্ষার্থীরা ক্লাসরুম থেকে বেরিয়ে এসে কক্ষে তালা ঝুলিয়ে দিলেন। প্রকৃতপক্ষে অধ্যক্ষ সাহেবের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে না বাহিরের কোন কুচক্রী মহলের প্ররোচনায় ঢাল হিসেবে ব্যবহার করছে শিক্ষার্থীদের। অতিদ্রুত কালক্ষেপন না করে যত তাড়াতাড়ি শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গিয়ে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে বিষয়টি বিশেস বিবেচনায় মাননীয় জেলা প্রশাসক, মহোদ্বয় ,জেলা শিক্ষা অফিসার , উপজেলা নির্বাহী অফিসার ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সংশ্লিষ্টদের বিষয়টি খতিয়ে দেখে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে পড়াশুনার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন অভিভাবক মহল।

সরকার বেলায়েত, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পীরগঞ্জ (রংপুর) 
























