ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে গত মঙ্গলবার ছাত্রদল- ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতা-কর্মীদের আসামি করে শাহবাগ থানায় মামলা করেছেন ছাত্রলীগের এক নেতা।
শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ মামলাটি করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার দৈনিক বাংলাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মওদুদ হাওলাদার বলেন, ‘ঢাবি ছাত্রলীগ নেতা মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ১৭ নেতার নাম উল্লেখ ৫০-৬০ জন অজ্ঞাত আসামির নামে মামলার আবেদন করেন। আমরা এটিকে মামলা হিসেবে গ্রহণ করেছি।
মামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র সভাপতি রাশেদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন, ঢাবি ছাত্রদলের সদস্যসচিব আমানুল্লাহ আমানসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়।
এর আগে বিএনপি ও ছাত্রদল সংঘর্ষের জন্য ছাত্রলীগকে দায়ী করে। দৈনিক বাংলা

নিউজ ডেস্ক, জাগো২৪.নেট 
























