আমদানি হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ১১০ টাকা। প্রকার ভেদে ২৪০ টাকার কাঁচামরিচ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে। আগামী দুই একদিনের মধ্যে আর দাম কমে যাবে বলে।
শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন কাঁচামরিচ আমদানিকারক হিলি শিপিং লাইনের মালিক জামিল হোসেন চলন্ত।
তিনি জনান, শনিবারে ভারত থেকে মোট ৯ টি ট্রাকে ৫৮ মেট্রিকটন ৮৩০ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে। কাঁচামরিচগুলো পাইকারি বাজারে বিক্রি করা হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে।
তিনি আরও জানান, কাঁচামরিচের আমদানি স্বাভাবিক থাকলে আগামীতে আরও দাম কমে যাবে।
এদিকে হিলি বাজার ঘুরে দেখা যায়, শনিবার সকালে কাঁচামরিচ পাইকারি বাজারে বিক্রি হয়েছিলো ২৪০ টাকা কেজি। আমদানি হওয়ায় তা কয়েক ঘন্টার ব্যবধানে কমে বিক্রি হচ্ছে ১৬০ কেজি দরে।
হিলি বাজারে পাইকারি কাঁচামরিচ ব্যবসায়ী সোহেল রানা রাইজিংবিডিকে বলেন, আমরা আমদানি কারকদের নিকট থেকে ১৩৮ টাকা কেজি পাইকারি নিয়ে তা ১৬০ টাকা কেজি দরে বিক্রি করছি।