রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মেয়েই হবে, নাম রাখবো ফারিশতা: মাহি

প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাঁর প্রথম সন্তানটি যেন মেয়েই হয়। তাহলে নাম রাখবেন ফারিশতা। মাহি জানান, মেয়ে হলে নাম ফারিশতা রাখবো। ছেলে হলে কী নাম রাখবো তা এখনো ঠিক করেনি। তবে আমি জানি, মেয়েই হবে’।

‘যাও পাখি বলো তারে’ আগামী অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথমবার মা হওয়ার বিষয়ে মাহি আরও জানান,এই অনুভূতি বলে বুঝানো যাবে না। প্রথম তো! তবে আব্বু, আম্মু, ওর (স্বামী রাকিব) যত্নে বুঝতে পারছি, কিছু একটা হতে যাচ্ছে। এটা একটা আনন্দের খবর। আমরা আনন্দের খবরগুলো কেন লুকিয়ে রাখি জানি না। আমার মনে হয়েছে, এত বড় সুখবর আমি লুকিয়ে রাখতে চাই না।

‘যাও পাখি বলো তারে’ ছবির মুক্তি উপলক্ষে শনিবার রাতে মাহি মুখোমুখি হন সাংবাদিকদের। ছবি নিয়ে কথা বলার এক পর্যায়ে মাহি এসব কথা বলেন। সুত্রঃ বার্তা২৪.কম

জনপ্রিয়

মেয়েই হবে, নাম রাখবো ফারিশতা: মাহি

প্রকাশের সময়: ১১:৩২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাঁর প্রথম সন্তানটি যেন মেয়েই হয়। তাহলে নাম রাখবেন ফারিশতা। মাহি জানান, মেয়ে হলে নাম ফারিশতা রাখবো। ছেলে হলে কী নাম রাখবো তা এখনো ঠিক করেনি। তবে আমি জানি, মেয়েই হবে’।

‘যাও পাখি বলো তারে’ আগামী অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথমবার মা হওয়ার বিষয়ে মাহি আরও জানান,এই অনুভূতি বলে বুঝানো যাবে না। প্রথম তো! তবে আব্বু, আম্মু, ওর (স্বামী রাকিব) যত্নে বুঝতে পারছি, কিছু একটা হতে যাচ্ছে। এটা একটা আনন্দের খবর। আমরা আনন্দের খবরগুলো কেন লুকিয়ে রাখি জানি না। আমার মনে হয়েছে, এত বড় সুখবর আমি লুকিয়ে রাখতে চাই না।

‘যাও পাখি বলো তারে’ ছবির মুক্তি উপলক্ষে শনিবার রাতে মাহি মুখোমুখি হন সাংবাদিকদের। ছবি নিয়ে কথা বলার এক পর্যায়ে মাহি এসব কথা বলেন। সুত্রঃ বার্তা২৪.কম