ভোলাঃ জেলায় পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়।
মৃতরা হলেন, সদরের ইলিশা ইউনিয়নের মৃত দেলোয়ার হোসেনের ছেলে বারেক (৬৫) ও রাজাপুর ইউনিয়নের শাহাবুদ্দিনের ছেলে অটোচালক শামিম (২০)।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আরমান হোসেন জানান, দুপুরে নিজ বাড়িতে অটোরিখা,মর চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায় শামিম। অন্যদিকে পরানগঞ্জ থেকে ভোলাগামী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে পড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী বারেক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসাপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক 



















