সোস্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে গ্রামীণ আয় উৎসারী কর্মকান্ডে স্বল্প মুনাফায় ক্ষুদ্র বিনিয়োগ ও ভূট্টাচাষিদের মধ্যে ৪% মুনাফায় বিনিয়োগ বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরে এসআইবিএল’র রানীরবন্দর শাখা কমপ্লেক্সে এসিস্ট্যান্ট ভাইস্ প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসআইবিএল’র এক্সিকিউটিভ ভাইস্ প্রেসিডেন্ট ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. শাহরিয়ার খান, বিশেষ অতিথি হিসেবে সিনিয়র ভাইস্ প্রেসিডেন্ট ও এসএসই এন্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স ডিভিশন প্রধান মো. সাদাত আহমদ খান, বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সালাহ্উদ্দিন আহমেদ, দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জয়নুল আবেদীন, তুলা উন্নয়ন বোর্ডের বৈজ্ঞানিক কর্মকর্তা সাইফুল্লাহ আজাদ, বাংলাদেশ রুরাল ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন (ব্রীফ)’র নির্বাহী পরিচালক শাহ্ আহসান হাবিব, নশরতপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওহাব, কৃষক মো. কাওছার আলী, ভূট্টাচাষি মো. মেরাজুল ইসলাম ও মো. মহিরউদ্দিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসআইবিএল’র রানীরবন্দর শাখা এসিস্ট্যান্ট ভাইস্ প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. আওলাদ হোসেন।
অনুষ্ঠানে ২৬ জন গ্রাহককে ২০.৬৫ লক্ষ টাকা বিনিয়োগ চেক প্রদানের মাধ্যমে ওই শাখায় নতুন এ কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে চিরিরবন্দর ও খানসামা উপজেলার শতাধিক ভূট্টাচাষিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালন করেন ওই শাখার অপারেশন ম্যানেজার মো. আতাউর রহমান।