বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক: আন্দোলনে শিক্ষার্থীরা

জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

‘বৈষম্যমূলক কোটা প্রথা মানি না। কোটার কারণে মেধাবীরা সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। কোনো মেধাবী শিক্ষার্থী পরীক্ষায় ৮০ পেয়েও চাকরি পাবে না, আর কোটাধারীরা সহজেই চাকরি পাবে, এই বৈষম্য সংবিধান পরিপন্থি।’

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের রায় বাতিল এবং কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেল ৩ টার দিকে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা।

মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন।

পরে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তায় শিক্ষার্থীরা বসে পড়েন। এতে দুইপাশের যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

বিক্ষোভে অংশ নেয়া সকল শিক্ষার্থীর হাতে প্লেকার্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুন ছিলো। সেগুলোতে ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘স্বাধীন এই বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘১৮ সালের পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাবৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’-সহ বিভিন্ন লেখা ছিলো। এগুলো বলে বলে স্লোগানও দেন শিক্ষার্থীরা।

তাঁরা আরও বলেন, ‘কোটা পদ্ধতি চালু থাকলে দেশের গুরুত্বপূর্ণ সব জায়গা অমেধাবীদের দখলে চলে যাবে, বেড়ে যাবে দুর্নীতি। দেশ স্বাধীন হয়েছে বৈষম্য রোধ করতে কিন্তু কোটা পদ্ধতি সেই বৈষম্য সৃষ্টি করছে। আমরা এই বৈষম্য বন্ধের জন্য আন্দোলন করছি। যতক্ষণ না পর্যন্ত তাঁদের দাবি মেনে নেয়া হবে ততক্ষণ তাঁরা এ আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুশিয়ার দেন।’

 

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন