দিনাজপুরের চিরিরবন্দরে পুষ্টি কমিটি গঠন ও সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়ন পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন)’র আয়োজনে ইনভেষ্টিং ইন রুরাল পিপল (ইফাদ), গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন), গ্লোবাল এগ্রিকালচার এন্ড সিকিউরিটি প্রোগ্রাম (গাফস)’র বাস্তবায়নে আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা শারমিন।
আব্দুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. ময়েনউদ্দিন শাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে গেইন বাংলাদেশের পুষ্টি বিশেষজ্ঞ ও কনসালটেন্ট নীহার কুমার প্রামানিক, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ফয়েজ হাসান, খাদেমুল ইসলাম,লাবনী আকতার প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, উপ- সহকারি কৃষি কর্মকর্তা, ইউপি সচিব, ইউপি সদস্য, সদস্যা, ব্যবসায়ী, ঈমামগণ উপস্থিত ছিলেন।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট