গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার কামদিয়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানাধীন বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এএসআই ইন্তাজুল হক এ তথ্য নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন, রোববার বিকেলে অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি মাহফুজ মিয়াকে(৩০) গ্রেফতার করে হয়। সে কামদিয়া(মহিষমুড়ি)মোজাফফর হোসেনের ছেলে।
অপরদিকে গ্রেফতারী পরোয়ানামুলে পলাতক আসামি দেলোয়ার হোসেনকে(৩৫)কামদিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সে এনায়েতপুর গ্রামের ফেলু শেখের ছেলে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) 



















