রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবি

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণসহ ছয় দফা দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক জাতীয় সমযন্বয় কমিটি পক্ষে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট কর্তৃক স্টাডি রিপোর্টের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়কারণ করতে হবে। মাদরাসা স্থাপন স্বীকৃতি পরিচালনা জনবল অবকাঠামো এবং বেতন ভাতাদি অনুদান সংক্রান্ত নীতিমালা ২০২৪ দ্রুত বাস্তবায়ন,  পাঠদানের অনুমতি স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্রত ইবতেদায়ী মাদরাসা বোর্ডের কোটের অর্ন্তভুক্ত, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি, সকল সুযোগ সুবিধাসহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাক প্রাথমিক শ্রেণি খোলার অনুমোদন করে তদস্থলে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করিতে হবে।

জেলা প্রশাসক কার্যালয়ে ডিসিকে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন- স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক জাতীয় সমযন্বয় কমিটির জেলা সমন্বয়ক কমিটির সভাপতি আব্দুর রশিদ রানু মিয়া, সাধারণ সম্পাদক মোসলেম আলী, সুন্দরগঞ্জের সভাপতি বদিয়াজ্জামান, পলাশবাড়ীর সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

জেলা সমন্বয়ক কমিটির সভাপতি আব্দুর রশিদ রানু মিয়া বলেন, চলতি ৩১ জানুয়ারির মধ্যে জাতীয়করণসহ উল্লেখযোগ্য দাবি বাস্তবায়ন না হলে ১০ ফেব্রুয়ারিতে ঢাকা সোহরাওয়ার্দী উদ্দানে লক্ষাধিক শিক্ষক নিয়ে মহা সমাবেশ করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

জনপ্রিয়

গাইবান্ধায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবি

প্রকাশের সময়: ০৭:০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণসহ ছয় দফা দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক জাতীয় সমযন্বয় কমিটি পক্ষে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট কর্তৃক স্টাডি রিপোর্টের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়কারণ করতে হবে। মাদরাসা স্থাপন স্বীকৃতি পরিচালনা জনবল অবকাঠামো এবং বেতন ভাতাদি অনুদান সংক্রান্ত নীতিমালা ২০২৪ দ্রুত বাস্তবায়ন,  পাঠদানের অনুমতি স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্রত ইবতেদায়ী মাদরাসা বোর্ডের কোটের অর্ন্তভুক্ত, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি, সকল সুযোগ সুবিধাসহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাক প্রাথমিক শ্রেণি খোলার অনুমোদন করে তদস্থলে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করিতে হবে।

জেলা প্রশাসক কার্যালয়ে ডিসিকে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন- স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক জাতীয় সমযন্বয় কমিটির জেলা সমন্বয়ক কমিটির সভাপতি আব্দুর রশিদ রানু মিয়া, সাধারণ সম্পাদক মোসলেম আলী, সুন্দরগঞ্জের সভাপতি বদিয়াজ্জামান, পলাশবাড়ীর সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

জেলা সমন্বয়ক কমিটির সভাপতি আব্দুর রশিদ রানু মিয়া বলেন, চলতি ৩১ জানুয়ারির মধ্যে জাতীয়করণসহ উল্লেখযোগ্য দাবি বাস্তবায়ন না হলে ১০ ফেব্রুয়ারিতে ঢাকা সোহরাওয়ার্দী উদ্দানে লক্ষাধিক শিক্ষক নিয়ে মহা সমাবেশ করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।