দিনাজপুরের চিরিরবন্দরে ৩৩তম শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কনভেনশন এন্ড কমিউনিটি সেন্টারে উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে বার্ষিক সম্মেলনে সমিতির সহ-সভাপতি প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে প্রধান শিক্ষক শামসুল হক মন্ডল, আব্দুর রাজ্জাক মানু, শিক্ষক করুণা কান্ত রায়, রণজিৎ চন্দ্র বিশ্বাস, প্রধান শিক্ষক মোরশেদ উল আলম ও স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মাহাতাবউদ্দিন সরকার।
সম্মেলনে ৪২জন শিক্ষক-কর্মচারীর মাঝে অবসরজনিত কারণে ৫৮ লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়। উত্তর পলাশবাড়ি আমিরণ সিরাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দপ্তরি আতিকুর রহমানকে সর্বোচ্চ ১ লাখ ৮৯ হাজার টাকা প্রদান করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
























