মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা ভোট চুরির মধ্য দিয়ে সংসদ গঠন করেছিল : বিএনপির নেতা হারুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, শেখ হাসিনা ভোট চুরির মধ্য দিয়ে সংসদ গঠন করেছিল। বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করেছিল। এভাবে দীর্ঘদিন পর ক্ষমতায় এসে চক্রান্ত ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে ঠিক একই পথে হেঁটেছিল। শেখ হাসিনার শাসন আমলে এ দেশের সব শ্রেণির মানুষ জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছিল। আল্লাহ জুলুমকারীকে ছেড়ে দেন না, ধ্বংস করেন। শেখ হাসিনা চিরস্থায়ীভাবে বাংলাদেশ থেকে পলায়ন করেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্ত্বরে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
হারুনুর রশীদ বলেন, শেখ মুজিবুর রহমান যে আওয়ামী লীগের জন্ম দিয়েছিলেন, আজ হাসিনা সে নৌকাকে ডুবিয়ে দিয়ে গেছে। এই নৌকা আর বাংলাদেশে কোন দিন জাগ্রত হবে না। শেখ মুজিব আর শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার পরে ক্ষমতায় এসে রক্ষীবাহিনী গঠন করে বাংলাদেশের নিরীহ, নিরপরাধ মানুষকে হত্যা ও গুম করে বিচারবহির্ভূত শাসনব্যবস্থা কায়েম করেছিল। জনগণের ভয়ে হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। শুধু হাসিনাই পালিয়ে যান নাই তার দলের এমপি মন্ত্রীরাও পালিয়ে গেছে।
অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
এ সময় অন্যান্যদের মধ্য বক্তব্য দেন-  বিএনপির রংপুর বিভাগের সাংগাঠনিক সম্পাদক আআসাদুজ্জামান হাবিব দুলু, কেন্ত্রীয় কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, বিএনপির রংপুর বিভাগের সহ- সাংগঠিনক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলসহ অনেকে।
জনপ্রিয়

শেখ হাসিনা ভোট চুরির মধ্য দিয়ে সংসদ গঠন করেছিল : বিএনপির নেতা হারুন

প্রকাশের সময়: ০৮:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, শেখ হাসিনা ভোট চুরির মধ্য দিয়ে সংসদ গঠন করেছিল। বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করেছিল। এভাবে দীর্ঘদিন পর ক্ষমতায় এসে চক্রান্ত ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে ঠিক একই পথে হেঁটেছিল। শেখ হাসিনার শাসন আমলে এ দেশের সব শ্রেণির মানুষ জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছিল। আল্লাহ জুলুমকারীকে ছেড়ে দেন না, ধ্বংস করেন। শেখ হাসিনা চিরস্থায়ীভাবে বাংলাদেশ থেকে পলায়ন করেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্ত্বরে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
হারুনুর রশীদ বলেন, শেখ মুজিবুর রহমান যে আওয়ামী লীগের জন্ম দিয়েছিলেন, আজ হাসিনা সে নৌকাকে ডুবিয়ে দিয়ে গেছে। এই নৌকা আর বাংলাদেশে কোন দিন জাগ্রত হবে না। শেখ মুজিব আর শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার পরে ক্ষমতায় এসে রক্ষীবাহিনী গঠন করে বাংলাদেশের নিরীহ, নিরপরাধ মানুষকে হত্যা ও গুম করে বিচারবহির্ভূত শাসনব্যবস্থা কায়েম করেছিল। জনগণের ভয়ে হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। শুধু হাসিনাই পালিয়ে যান নাই তার দলের এমপি মন্ত্রীরাও পালিয়ে গেছে।
অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
এ সময় অন্যান্যদের মধ্য বক্তব্য দেন-  বিএনপির রংপুর বিভাগের সাংগাঠনিক সম্পাদক আআসাদুজ্জামান হাবিব দুলু, কেন্ত্রীয় কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, বিএনপির রংপুর বিভাগের সহ- সাংগঠিনক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলসহ অনেকে।