শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছাতে হবে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন- বাংলাদেশের মানুষগুলোর কার্যক্রম বাস্তবায়ন করতে হলে আপনারদের প্রত্যেককে স্ব স্ব স্থান থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাই এই ৩১ দফার বার্তা প্রতিটি পাড়া-মহল্লার ঘরে ঘরে পৌঁছাতে হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে গাইবান্ধা জেলা স্টেডিয়ামের ইনডোর মিলনায়তনে বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায়’ ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমরা এমন একটি সময়ে দেশ এবং জাতির সামনে যে ৩১ দফা উল্লেখ করেছি যখন কেউ স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি তখন আমরা বলেছি তত্বাবধায়ক সরকার প্রবর্তন করবো। জনগণের স্বার্থে দেশের স্বার্থে কাজ করতে বিএনপি সবসময় রাজী আছে।

তারেক রহমান আরও বলেন, গত ১৫ বছরে শত শত মানুষ গুম-খুন-হত্যার শিকার হয়েছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার একটি ধারাবাহিক আছে।  কোটি কোটি মানুষ এই দলের প্রতি আস্থা-বিশ্বাস রাখে। আমরা এই ৩১ দফ যদি বাস্তবায়ন করতে সক্ষম হই কাহলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে।

এদিকে, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনের কারণে কারাবরণ করতে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত ১৭ বছরে দেশে ফিরতে পারেননি। আমরা ফ্যাসিস্ট হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছি, যার জবাব জনগণই দেবেন। তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নে আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। তাই সংস্কারের নাটক না করে দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।

এর আগে কর্মশালার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

অনুষ্ঠানে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রফেসর মোর্শেদ হাসান, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন পুতুল, আব্দুস সাত্তার পাটোয়ারী, ফজলুর রহমান খোকা প্রমুখ।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ডা. মওদুদ আলমগীর পারভেজ ও সুলতান সালাহউদ্দীন টুকু এবং বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।

এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সাবেক সংসদ সদস্য, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাইবান্ধা জেলার ৭টি উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

জনপ্রিয়

৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছাতে হবে: তারেক রহমান

প্রকাশের সময়: ০৯:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন- বাংলাদেশের মানুষগুলোর কার্যক্রম বাস্তবায়ন করতে হলে আপনারদের প্রত্যেককে স্ব স্ব স্থান থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাই এই ৩১ দফার বার্তা প্রতিটি পাড়া-মহল্লার ঘরে ঘরে পৌঁছাতে হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে গাইবান্ধা জেলা স্টেডিয়ামের ইনডোর মিলনায়তনে বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায়’ ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমরা এমন একটি সময়ে দেশ এবং জাতির সামনে যে ৩১ দফা উল্লেখ করেছি যখন কেউ স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি তখন আমরা বলেছি তত্বাবধায়ক সরকার প্রবর্তন করবো। জনগণের স্বার্থে দেশের স্বার্থে কাজ করতে বিএনপি সবসময় রাজী আছে।

তারেক রহমান আরও বলেন, গত ১৫ বছরে শত শত মানুষ গুম-খুন-হত্যার শিকার হয়েছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার একটি ধারাবাহিক আছে।  কোটি কোটি মানুষ এই দলের প্রতি আস্থা-বিশ্বাস রাখে। আমরা এই ৩১ দফ যদি বাস্তবায়ন করতে সক্ষম হই কাহলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে।

এদিকে, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনের কারণে কারাবরণ করতে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত ১৭ বছরে দেশে ফিরতে পারেননি। আমরা ফ্যাসিস্ট হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছি, যার জবাব জনগণই দেবেন। তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নে আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। তাই সংস্কারের নাটক না করে দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।

এর আগে কর্মশালার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

অনুষ্ঠানে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রফেসর মোর্শেদ হাসান, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন পুতুল, আব্দুস সাত্তার পাটোয়ারী, ফজলুর রহমান খোকা প্রমুখ।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ডা. মওদুদ আলমগীর পারভেজ ও সুলতান সালাহউদ্দীন টুকু এবং বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।

এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সাবেক সংসদ সদস্য, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাইবান্ধা জেলার ৭টি উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।