জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন- আমরা মনে করি এই গণমাধ্যমের যে সংস্কার এটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের বেতন-ভাতা ও সিকিউরিটিসহ তাদের প্রত্যেকটি জিনিস সংস্কারের মধ্যে আসা উচিত। পাশাপাশি যারা এই গণমাধ্যমকে রাজনীতিকরণ করে তারা পেশাদারিত্বের জায়গা না রেখে অন্য কোন স্বার্থে ব্যবহার করে। আর তাদের বিরুদ্ধেও ব্যবস্থাগ্রহণের জন্য প্রয়োজনীয় নীতিমালা যেন সেই সংস্কারে থাকে।
শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১১ টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে পথসভায় এসব কথা বলেন তিন।
সারজিস আলম বলেন, আমরা বিশ্বাস করি একটি দেশ সামনের দিকে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য গণমাধ্যম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জুলাই গণঅভ্যুত্থানে গণমাধ্যম কর্মীরা অভ্যুত্থানের বিভীষিকাময় দিকগুলো শুধু দেশে নয় পুরো পৃথিবীতে ছড়িয়েছে। আমরা এমনও চিত্র দেখেছি যে কিছু হলুদ সাংবাদিকতার কারনে অনেক নিরাপরাধ মানুষ হুমকির মুখে পড়েছে। তারা অনেক মানুষের হত্যাকে জায়েজ করেছে।
তিনি আর বলেন, উত্তরবঙ্গ কৃষিপ্রধান একটি এরিয়া। আমরা দেখেছি সেই কৃষককে জিম্মি করে সিন্ডিকেট করা হয়। কৃষকের ফসল হিমাগারে রাখার পর্যাপ্ত হিমাগার নেই। যে অল্প কিছু আছে সেখানেও সিন্ডিকেট করা হয়। এই উত্তরবঙ্গে কোন শিল্প কলকারখানা দেখিনা। তাই উত্তরবঙ্গ নিয়ে যেন রোডম্যাপ তৈরি করা হয় এটি আগামী দিনের নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ এজেন্ডা হতে পারে। আমরা এবিষয় নিয়ে কাজ করব।
সারজিস আলম জনগণের উদ্দেশ্যে আরও বলেন- বাংলাদেশের ছাত্র-জনতা যদি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে সমস্যা মনে করতো তাহলে এই অভ্যুত্থান কোনদিনও হতো না। এখন থেকে আপনাদের এলাকায় যাদের ব্যক্তিত্ব আছে যারা চাঁদাবাজী ও সিন্ডিকেট করে না তাদেরই আপনাদের নেতা নির্বাচিত করুন। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মার্কা-দল-দালালী দাসত্ব প্রত্যাশা করি না। আমরা প্রশাসনকে অনুরোধ জানাই বিগত ১৬ বছর আপনাদের দলীয় প্রশাসন বানানো হয়েছিল। এখন তারা মানুষের সামনে লজ্জিত। এ কারনে প্রশাসনের ইমেজ সংকটে পড়েছে। তাই আপনাদের পেশার শপথ করে কাজ করুন।
অনুষ্ঠিত পথসভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, ডা. মাহমুদা মিতু, আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ, সদস্য ফিহাদুর রহমান দিবস প্রমুখ।
এই কর্মসূচি বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ বলেন, শুক্রবার গোবিন্দগঞ্জে পথসভা শেষে গাইবান্ধার অন্যান্য উপজেলাগুলোতেও পথসভা অনুষ্ঠিত হবে। এতে লিফলেট বিতরণ, জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ও আহত পরিবারে এবং সেই আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে সাক্ষাৎকার করা হবে।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 
























