শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় এইচএসসি সমান পরীক্ষায় অংশ নেবে ২২ হাজার শিক্ষার্থী

বৃহস্পতিবার (২৬ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি সমান পরীক্ষা। এতে গাইবান্ধা জেলা থেকে মোট ২২ হাজার ২০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

বুধবার (২৫ জুন) বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সুত্রটি জানায় গাইবান্ধা জেলার ৩০ কেন্দ্রে ১৫ হাজার ২৮৭ জন এইচএসসি, ১৭ কেন্দ্রে ৫ হাজার ৪৬৬ জন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোক.) ও ডিপ্লোমা ইন কমার্স এবং ৬ কেন্দ্রে ১ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী অংশ নেবে। এরমধ্যে এইচএসসিতে গাইবান্ধা সদর থেকে ৩ হাজার ৯২ জন, সাদুল্লাপুর ১ হাজার ৮৭৩ জন, সুন্দরগঞ্জ থেকে ২ হাজার  ৫৫৬ জন, সাঘাটা থেকে ৯৪৫ জন, পলাশবাড়ী থেকে ১ হাজার ৭৫০ জন, গোবিন্দগঞ্জ থেকে ৩ হাজার ৩৬৩ জন, ও ফুলছড়ি উপজেলা থেকে ১ হাজার ৭০৮ জন পরীক্ষার্থী রয়েছে।

পরীক্ষার প্রস্তুতি বিষয়ে গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শামসুল হক বলেন, বোর্ডের নির্দেশনা এবং করোনার স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, নকলমুক্ত ও সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি সমান পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ তদারকির জন্য প্রতিকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া সার্বিক মনিটরিংয়ের জন্য ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

 

জনপ্রিয়

গাইবান্ধায় এইচএসসি সমান পরীক্ষায় অংশ নেবে ২২ হাজার শিক্ষার্থী

প্রকাশের সময়: ১০:৩৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

বৃহস্পতিবার (২৬ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি সমান পরীক্ষা। এতে গাইবান্ধা জেলা থেকে মোট ২২ হাজার ২০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

বুধবার (২৫ জুন) বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সুত্রটি জানায় গাইবান্ধা জেলার ৩০ কেন্দ্রে ১৫ হাজার ২৮৭ জন এইচএসসি, ১৭ কেন্দ্রে ৫ হাজার ৪৬৬ জন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোক.) ও ডিপ্লোমা ইন কমার্স এবং ৬ কেন্দ্রে ১ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী অংশ নেবে। এরমধ্যে এইচএসসিতে গাইবান্ধা সদর থেকে ৩ হাজার ৯২ জন, সাদুল্লাপুর ১ হাজার ৮৭৩ জন, সুন্দরগঞ্জ থেকে ২ হাজার  ৫৫৬ জন, সাঘাটা থেকে ৯৪৫ জন, পলাশবাড়ী থেকে ১ হাজার ৭৫০ জন, গোবিন্দগঞ্জ থেকে ৩ হাজার ৩৬৩ জন, ও ফুলছড়ি উপজেলা থেকে ১ হাজার ৭০৮ জন পরীক্ষার্থী রয়েছে।

পরীক্ষার প্রস্তুতি বিষয়ে গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শামসুল হক বলেন, বোর্ডের নির্দেশনা এবং করোনার স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, নকলমুক্ত ও সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি সমান পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ তদারকির জন্য প্রতিকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া সার্বিক মনিটরিংয়ের জন্য ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।