গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৭৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একইসঙ্গে অনুষ্ঠিত হয়েছে ‘শিক্ষার সার্বিক মান ও মেধাবী শিক্ষার্থী অন্বেষণে আমরা’ শীর্ষক সেমিনার।
শুক্রবার বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলহাজ্ব মশিউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
আলহাজ্ব মশিউর রহমান ফাউন্ডেশনের সভাপতি মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব মামুন শিবলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস এবং জেলা সহকারী শিক্ষা অফিসার খান মো. সাইফুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক এস এম আব্রাহাম লিংকন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. মাজেদুর রহমান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, পৌর আমির মুহা. একরামুল হক, পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন, প্রধান শিক্ষক মো. আহসান হাবীব খোকন, বাংলাদেশ শিক্ষক পর্যবেক্ষণ সোসাইটির চেয়ারম্যান এম. শরিফুল ইসলাম, কৃতি শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম সোহাগ প্রমুখ।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী মোরছালিন সুলতানা ও সিদরাতুল মুনতাহা সেঁজুতি।
সেমিনার শেষে অতিথিবৃন্দ উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
উল্লেখ্য, ‘শিক্ষার সার্বিক মান ও মেধাবী শিক্ষার্থী অন্বেষণে আমরা’ এ স্লোগান নিয়ে ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় আলহাজ্ব মশিউর রহমান ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি নিয়মিতভাবে শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
























