মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গাইবান্ধার সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজের সম্মেলন কক্ষে এ ক্লাস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন- অধ্যক্ষ শফিকুল আলম, সহকারী অধ্যাপক কামরুজ্জামান, এবিএম হান্নান পিন্টু, আমিনুল ইসলামসহ অনেকে।

এসময় অধ্যক্ষ শফিকুল আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মূল লক্ষ্য হলো একজন মানুষকে সৎ, শৃঙ্খলাপূর্ণ ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে তোলা। নিয়মিত পাঠদানের পাশাপাশি এ মূল্যবোধগুলোই শিক্ষার্থীদের সফলতার পথে এগিয়ে নেবে। প্রতিষ্ঠার পর থেকেই সাদুল্লাপুর গার্লস ডিগ্রি  কলেজ নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন প্রজন্ম এ ধারাবাহিকতাকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা শিক্ষার্থীদের সময়নিষ্ঠা, অধ্যবসায় এবং সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

জনপ্রিয়

সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

প্রকাশের সময়: ০৯:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গাইবান্ধার সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজের সম্মেলন কক্ষে এ ক্লাস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন- অধ্যক্ষ শফিকুল আলম, সহকারী অধ্যাপক কামরুজ্জামান, এবিএম হান্নান পিন্টু, আমিনুল ইসলামসহ অনেকে।

এসময় অধ্যক্ষ শফিকুল আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মূল লক্ষ্য হলো একজন মানুষকে সৎ, শৃঙ্খলাপূর্ণ ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে তোলা। নিয়মিত পাঠদানের পাশাপাশি এ মূল্যবোধগুলোই শিক্ষার্থীদের সফলতার পথে এগিয়ে নেবে। প্রতিষ্ঠার পর থেকেই সাদুল্লাপুর গার্লস ডিগ্রি  কলেজ নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন প্রজন্ম এ ধারাবাহিকতাকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা শিক্ষার্থীদের সময়নিষ্ঠা, অধ্যবসায় এবং সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।