গাইবান্ধার সুন্দরগঞ্জে কেএস আখলাকুল আদব মডেল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পৌরশহরের কেএস আখলাকুল আদব মাদরাসা ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদরাসার পরিচালক কাজী এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান এম শরিফুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মো. ওমর ফারুক, বাহিরগোলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. রুহুল আমিন, খামার দশলিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা খায়রুজ্জামান, শিক্ষক ঐক্যজোটের সভাপতি মাইদুল ইসলাম, অভিভাবক আব্দুল আউয়াল, মাওলানা আবু সাঈদ ও মাওলানা মোস্তাফা কামাল প্রমূখ।
সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং শিক্ষা পরিবেশের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বক্তারা শিক্ষক-অভিভাবক সমন্বয়ের মাধ্যমে মাদরাসার শিক্ষার মান আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
























