শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ঈফফাত জাহান তুলির কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল-মাহমুদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান সরকারসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলকালে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমানের সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সেক্রেটারি সামিউল ইসলাম, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহিন মিয়াসহ জামায়াতের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিল শেষে অধ্যাপক মাজেদুর রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার জনগণ ভোট দিতে প্রস্তুত। যদি নির্বাচনি পরিবেশ সুষ্ঠু থাকে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।’

তিনি আরও বলেন, ‘সুন্দরগঞ্জের মানুষ পরিবর্তন চায়। তারা ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাজনীতি দেখতে চায়। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, এলাকার সার্বিক উন্নয়ন এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশের সময়: ০৭:৩০:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ঈফফাত জাহান তুলির কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল-মাহমুদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান সরকারসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলকালে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমানের সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সেক্রেটারি সামিউল ইসলাম, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহিন মিয়াসহ জামায়াতের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিল শেষে অধ্যাপক মাজেদুর রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার জনগণ ভোট দিতে প্রস্তুত। যদি নির্বাচনি পরিবেশ সুষ্ঠু থাকে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।’

তিনি আরও বলেন, ‘সুন্দরগঞ্জের মানুষ পরিবর্তন চায়। তারা ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাজনীতি দেখতে চায়। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, এলাকার সার্বিক উন্নয়ন এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি।