শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধার দুটি আসনে মনোনয়নপত্র দাখিল জাপা মহাসচিবের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পৃথক দুটি আসনে লড়বেন জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি- জাপা মহাসচিব ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী।

সোমবার (২৯ ডিসেম্বর) জাপার লাঙ্গল প্রতীকের প্রার্থী হয়ে গাইবান্ধা-১ ও গাইবান্ধা-৫ আসন থেকে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন।

এসময় গণমাধ্যম কর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাসী বলেই নির্বাচনের পথে এসেছি। তবে নির্বাচনে যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হয়, তাহলে জাতীয় পার্টি ভোটের মাঠে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ তৈরি, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা করছি। আমরা সরকার ও নির্বাচন কমিশনের সকল কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারী ও রোকেয়া ইসলাম দম্পতির ছেলে। রাজনৈতিক জীবনে- ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিবের দায়িত্ব পালন ও প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন। এছাড়া জাতীয় পার্টির সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। গত ২০১৮ সালে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। একই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। চলতি ২০২৫ সালের ৭ জুলাই তাকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে নিয়োগ দেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। এই রাজনৈতিক জীবনের ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পৃথক দুটি আসন থেকে ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলীয় সুত্রে জানা গেছে।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ থেকে ৯ জানুয়ারি; আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি; প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি; রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি; নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

 

জনপ্রিয়

গাইবান্ধার দুটি আসনে মনোনয়নপত্র দাখিল জাপা মহাসচিবের

প্রকাশের সময়: ০৮:২৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পৃথক দুটি আসনে লড়বেন জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি- জাপা মহাসচিব ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী।

সোমবার (২৯ ডিসেম্বর) জাপার লাঙ্গল প্রতীকের প্রার্থী হয়ে গাইবান্ধা-১ ও গাইবান্ধা-৫ আসন থেকে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন।

এসময় গণমাধ্যম কর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাসী বলেই নির্বাচনের পথে এসেছি। তবে নির্বাচনে যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হয়, তাহলে জাতীয় পার্টি ভোটের মাঠে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ তৈরি, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা করছি। আমরা সরকার ও নির্বাচন কমিশনের সকল কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারী ও রোকেয়া ইসলাম দম্পতির ছেলে। রাজনৈতিক জীবনে- ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিবের দায়িত্ব পালন ও প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন। এছাড়া জাতীয় পার্টির সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। গত ২০১৮ সালে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। একই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। চলতি ২০২৫ সালের ৭ জুলাই তাকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে নিয়োগ দেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। এই রাজনৈতিক জীবনের ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পৃথক দুটি আসন থেকে ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলীয় সুত্রে জানা গেছে।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ থেকে ৯ জানুয়ারি; আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি; প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি; রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি; নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।