আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার নিকট মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল শেষে আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, কাহালু-নন্দীগ্রামের উন্নয়ন ও জনগণের কল্যাণের জন্য আমার রাজনীতি। আমি আশা করি জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
সেসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন ও পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নন্দীগ্রাম (বগুড়া) 



















