গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক মো, মাজেদুর রহমান সরকারসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী করার কারণে তার মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
বাকী ৪ প্রার্থী হলেন, স্বতন্ত্র প্রার্থী ইন্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার, স্বতন্ত্র প্রার্থী মোছাঃ সালমা আক্তার, ইসলামি আন্দলোনের রমজান আলী, জাতীয় পার্টির মাহফুজুল আলম সার্দার।
শুক্রবার দুপুর ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনের দায়িত্বে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার বরাত দিয়ে জানান, ওয়ান পার্সেন্ট ভোটের তদন্তে সত্যতা না পাওয়ায় স্বতন্ত্র ২ প্রার্থী ইন্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার ও মোছাঃ সালমা আক্তারের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ইসলামি আন্দলোনের মো রমজান আলীর হলফ নামায় স্বাক্ষর ছিলো না এবং জাতীয় পার্টির মো. মাহফুজুল আলম সার্দারের দলীয় মনোনয়ন পত্রে সমস্যা থাকায় তাঁদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
তবে অবৈধ ঘোষণা করা প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন বলেও জানান ইউএনও ঈফফাত জাহান তুলি।
তিনি আরও বলেন, এ উপজেলা থেকে মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বৈধ ৫ প্রার্থী হলেন, বিএনপির অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আমজনতার দলের মো. কওছর আজম হান্নু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) পরমানন্দ দাস ও এডিপির মো. শরিফুল ইসলাম।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















