শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা-৩ আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-৩ সংসদীয় আসনে মোট ১০ প্রার্থীর মধ্যে ৭ জন বৈধ ও ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, জাপার ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আব্দুল্লাহ আদিল নান্নু, ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম আওলাদ হোসাইন, গণঅধিকার পরিষদের সুরুজ্জামান সরকার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোছাদ্দিকুল ইসলাম।

যাদের মনোনয়ন বাতিল হয়েছে– এবি পার্টির মনজুরুল হক সাচ্ছা, স্বতন্ত্র এসএম খাদেমুল ইসলাম খুদি ও আজিজার রহমান।

রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, এর আগে গাইবান্ধা-৩ আসন থেকে ১০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাইয়ের পর ৭ প্রার্থীকে বৈধ এবং মনোনয়নপত্রে ত্রুটি ও প্রয়োজনীয় কাগজপত্রের অসঙ্গতির কারণে ৩ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, বাতিল হওয়া প্রার্থীদের জন্য আপিলের সুযোগ রয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তারা আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী নির্বাচনের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি এবং আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জনপ্রিয়

গাইবান্ধা-৩ আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩

প্রকাশের সময়: ০৫:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-৩ সংসদীয় আসনে মোট ১০ প্রার্থীর মধ্যে ৭ জন বৈধ ও ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, জাপার ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আব্দুল্লাহ আদিল নান্নু, ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম আওলাদ হোসাইন, গণঅধিকার পরিষদের সুরুজ্জামান সরকার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোছাদ্দিকুল ইসলাম।

যাদের মনোনয়ন বাতিল হয়েছে– এবি পার্টির মনজুরুল হক সাচ্ছা, স্বতন্ত্র এসএম খাদেমুল ইসলাম খুদি ও আজিজার রহমান।

রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, এর আগে গাইবান্ধা-৩ আসন থেকে ১০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাইয়ের পর ৭ প্রার্থীকে বৈধ এবং মনোনয়নপত্রে ত্রুটি ও প্রয়োজনীয় কাগজপত্রের অসঙ্গতির কারণে ৩ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, বাতিল হওয়া প্রার্থীদের জন্য আপিলের সুযোগ রয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তারা আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী নির্বাচনের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি এবং আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।