শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক পাঠদান পদ্ধতি সম্পর্কে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ শিক্ষকদের নিয়ে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে প্রতিষ্ঠানটির আয়োজনে শিক্ষক মিলনায়তন কক্ষে উদ্বোধনকালে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মুহাঃ একরামুল হক।
প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষক প্রশিক্ষণের মাস্টার ট্রেইনার রংপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিআই) সুপারিন্টেন্ডেন্ট মোছাম্মৎ শামছিয়া আখতার বেমম।
বিশেষ অতিথির বক্তব্য দেন সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মো. আলমগীর। আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুকাদ্দিসুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মাস্টার ট্রেইনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো শেষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও প্রধান শিক্ষকসহ ৫০ জম শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
মাস্টার ট্রেইনার জানান, “এ প্রশিক্ষণে পাঠ পরিকল্পনা, শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষা, মূল্যায়ন পদ্ধতি ও শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হবে। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা নিজেদের দক্ষতা বাড়াতে পারলে শিক্ষার্থীদের ফলাফল ও নৈতিক মান উন্নত হবে বলেও জানান মাস্টার ট্রেইনার।
সবুজ শিক্ষালয় কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও শিক্ষকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















