গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যক্তিগত উদ্যোগ এবং দাতাদের সহযোগিতায় ২৭৫ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের দু’বারের নির্বাচিত সদস্য এবং একজন সফল ব্যবসায়ী। গত কয়েকদিন ধরে তিনি নিজের উদ্যোগে ও দাতাদের সহায়তায় শীতার্ত মানুষের জন্য এই মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। তিনি নিজে হাতে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছেন।
কম্বল পেয়ে ৭০ বছর বয়সী আম্বিয়া বেওয়া বলেন, ‘শীতের এই সময়ে রফিকুল ভাই আমাদের জন্য কম্বল নিয়ে এলেন। এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না।
আব্দুল খালেক নামের আরেক উপকারভোগী জানান, ‘দরিদ্রদের কথা ভেবে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে আমাদের শীতের কষ্ট অনেকটা লাঘব হয়েছে।
উপকারভোগীরা তার উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সমাজের সহৃদয় মানুষদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, ‘তীব্র শীতে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, সমাজের সহৃদয় মানুষদের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















