জাতীয় ছাত্রশক্তি গাইবান্ধা জেলা আহবায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। এতে আহ্বায়কের ছাত্রত্ব না থাকার অভিযোগে কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম আকাশ পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির বরাবরে এই পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
শরিফুল ইসলাম আকাশ তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন- দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলার জাতীয় ছাত্রশক্তির অন্যতম মূল সংগঠক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দলের প্রতি সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে কার্যক্রম চলমান রাখেন। এসময় জুলাই-আগস্ট এ আহতদের খোঁজখবর নিয়েছেন। একইসঙ্গে শহীদ পরিবারের পাশে আছেন। কিন্তু বর্তমানে দলের অভ্যন্তরীণ পরিবেশে যে পরিবর্তন লক্ষ্য, তা ব্যক্তিগত নীতি, গণতান্ত্রিক বিশ্বাস ও সাংগঠনিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
অগণতান্ত্রিক সিদ্ধান্ত মোতাবেক ইতোমধ্যে জাতীয় ছাত্রশক্তি গাইবান্ধা জেলা আহবায়ক কমিটি প্রকাশ করা হয়। সেখানে যাকে আহবায়ক হিসেবে রাখা হয়েছে, মূলত: তিনি কখনই জাতীয় ছাত্রশক্তির সাথে সম্পৃক্ত ছিলেন না। এবং তার ছাত্রত্বই নেই। এছাড়া আরও অনেক কারন উল্লেখ করা হয় পদত্যাগপত্রে।

এ বিষয়ে শরিফুল ইসলাম আকাশ বলেন, আমি জানাতে চাই কেন্দ্রীয় এমন হঠকারী সিদ্ধান্ত সংগঠন পরিপন্থী আর আমার পক্ষে এমন অযোগ্য নেতৃত্বকে সাথে নিয়ে টাকার বিনিময়ে কমিটিকে প্রাধান্য দিয়ে গাইবান্ধা জেলায় নেতৃত্ব দেওয়া আমার পক্ষে কখনোই সম্ভব নয়। জুলাই-আগস্ট পরিপন্থী কাজ আমি করতে পারবো না। কারণ জুলাইয়ে গাইবান্ধা জেলায় ৬ জন ভাই শহীদ হয়েছেন এবং ৩০০ এর কাছাকাছি আহত হয়েছেন। সংগঠনের কাছে আমার দাবি থাকবে গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটি অর্থের বিনিময় হয়েছে কিনা, তদন্ত করে দেখার এবং যোগ্যতা সততা ও পরিশ্রম এবং ত্যাগী নেতার মূল্যায়ন করে এমন কমিটি সংশোধন করার দাবি করছি।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















