অসহায়-দুস্থ শীতার্ত মানুষদের দুর্ভোগ লাঘবে আরডিআরএস বাংলাদেশ রংপুর রিজিয়ন গাইবান্ধা এলাকার সুন্দরগঞ্জ শাখায় কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলের দিকে সুন্দরগঞ্জ শাখায় কিম্বল বিতরণকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরডিআরএস বাংলাদেশ এর গাইবান্ধা এলাকা ব্যবস্থাপক মো. মেনারুল হক।
প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল-মাহমুদ।
এ সময় আরও বক্তব্য দেন শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, সিনিয়র হিসাব রক্ষক মো. মতিয়ার রহমান, সুবিধাভোগী শ্রী রাজবালা রানী, মোছাঃ আলোমতি বেগম, মো. জহির উদ্দিন, মোছাঃ কাচমতি বেগম ও শ্রী গীতা রানীসহ অনেকে।
গাইবান্ধা এলাকা ব্যবস্থাপক মো. মেনারুল হক বলেন, আমাদের সদস্য এবং সদস্যদের বাহিরে মিলিয়ে মোট একশো জনকে একটি করে কম্বল দেয়া হলো। ক্ষুদ্রঋণের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করে আসছে এ সংস্থাটি।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















