গাইবান্ধার সুন্দরগঞ্জে সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
একইসঙ্গে ক্লাসের প্রথম দিনে প্রতিষ্ঠানে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের লাল গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
শনিবার দুপুর ১২টার দিকে প্রতিষ্ঠানটির আয়োজনে নিজস্ব ক্যাম্পাসে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মুহাঃ একরামুল হক, সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মো. আলমগীর ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুকাদ্দিসুল ইসলাম।
ক্লাসের প্রথম দিনের লাল গোলাপ ফুল এবং মেধাবীরা গাছের চারা পেয়ে ভীষণ খুশি শিক্ষার্থীরা।
চতুর্থ শ্রেণি শিক্ষার্থী জারীন সাদাফ জারা বলেন, আমি ভীষণ খুশি হয়েছি। গাছের এই চারাটি আমার নতুন বছর ২০২৬ সালের স্মৃতি হয়ে থাকবে। এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবো আমি।
কথা হয় আরেক শিক্ষার্থী মায়েল এর সাথে। ওই শিক্ষার্থী জানান, ক্লাসের প্রথম দিনে ম্যামদের হাত থেকে ফুল নিলাম। খুব ভালো লেগেছে আমার।
এ বিষয়ে কথা হয় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মুহাঃ একরামুল হকের সাথে। তিনি বলেন, “শিক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষা ও সবুজায়নের গুরুত্ব শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের শিক্ষার্থীরাই আগামীর পরিবেশবান্ধব সমাজ গড়বে।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















