দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১২টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজের সন্নিকটে বানিয়াখাড়ি এলাকার কাঁকড়া নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন আত্রাই নদীতে লক্ষ্মীতলা ব্রিজের পাশে দুইটি মরদেহ পানিতে ভাসতে দেখে থানা পুলিশে অবহিত করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুইটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। তাদের পড়নে জ্যাকেট, মাফলার ও টুপি রয়েছে। ওই দুইজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তাদের মধ্যে একজনের অনুমানিক বয়স ২৪ থেকে ২৫ বছর এবং আরেকজনের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর হবে। মরদেহ দুইটির সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য মরদেহ দুইটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর প্রকৃত কারণ ও পরিচয় এখনও জানা যায়নি।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















